Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

 

ক্রমিকনং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

০১।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমঃ-

> সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে  অসচ্ছল প্রতিবন্ধী    

   ভাতা প্রদান। ২০১১-২০১২ অর্থ বছরে নির্বাচিত অসচ্ছল প্রতিবন্ধী        

   ব্যাক্তিদের  জনপ্রতি মাসিক - ৩০০/-টাকা।

> ৬ বছরের উর্ধ্বে সকল প্রসিন্ধী 

   যিনি বয়স্ক ভাতা  বা সরকার  

   কর্তৃক অন্যকোন ভাতা পান না।

> প্রতিবন্ধী ব্যাক্তি যাদের মাথাপিছু   

   বার্ষিক আয় ২৪ হাজার টাকা কম।

> বরাদ্ধের ৩ মাসের মধ্যে নতুন  

    ভাতাভোগীদের মধ্যে ভাতা বিতরণ;

>  ভাতা প্রতিমাসে প্রদান ও এককালীন  

    উত্তোলন চাইলে,নির্দিষ্ট সময় শেষে।

উপজেলা সমাজসেবা কার্যালয়

০২।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তিঃ-

> প্রাথমিক স্তর - (১ম-৫ম) শ্রেণী পর্যন্ত জনপ্রতি মাসিক        -  ৩০০/- টাকা।

> মাধ্যমিক স্তর - (৬ষ্ট - ১০ম) শ্রেণী পর্যন্ত জনপ্রতি মাসিক   -   ৪৫০/- টাকা।

> উচ্চ মাধ্যমিক স্তর-(একাদশ-দ্বাদশ) পর্যন্ত জনপ্রতি মাসিক  -   ৬০০/- টাকা।

> উচ্চতর স্তর -(স্নাতক-স্নাতকোত্তর) পর্যন্ত জনপ্রতি মাসিক  -  ১০০০/-  টাকা।

> সরকার অনুমোদিত শিক্ষা   

   প্রতিষ্ঠান এ অধ্যয়নরত ৫বছর  

   বয়সের উর্ধ্বে প্রতিবন্ধী ছাত্র- 

   ছাত্রী যাদের বার্ষিক পারিবারিক

   আয় ৩৬ হাজার টাকার নিচে।

> বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের

   মধ্যে নতুন উপবৃত্তি,নির্বাচন, বিতরণ  এবং  

   নিয়মিত ভাবে  শিক্ষা কালীন সময়ে;

> বরাদ্দ প্রাপ্তির সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন  

    ভাতাভোগী নির্বাচন সহ ভাতা প্রদান।

উপজেলা সমাজসেবা কার্যালয়

০৩।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাঃ-

> সরকার অনুমোদিত হারে ভাতা প্রদান। ২০১১-২০১২ অর্থবছরে প্রত্যেক 

   মুক্তিযোদ্ধাদের মাসিক জনপ্রতি -২০০০/- টাকা।

> মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের

   বিধবা স্ত্রী।

>মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রতিমাসে প্রদান তবে কেহ চাইলে একাধিক

মাসের ভাতা একত্রে উত্তোলন,করতে পারবেন। বরাদ্দ সাপেক্ষে।

উপজেলা সমাজসেবা কার্যালয়

০৪।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ নিন্ধন ও

তত্তাবধানঃ-

> স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠনের নাম করণ ছাড়পত্র প্রদান।

   ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ অধ্যাদেশ ২(চ)ধারায়, 

   আগ্রহী সংস্থা /প্রতিষ্ঠান/সংগঠন/বে-সরকারী এতিমখানা/ক্লাব।

> স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক  

   কার্যক্রমে আগ্রহী প্রতিষ্ঠান,

   সংগঠন, ক্লাব ও সমিতি ইত্যাদি।

> নিবন্ধন-প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন প্রাপ্তির ২০ কর্মদিবস।

> নামের ছাড় পত্র প্রয়োজনীয় কাগজ পত্র প্রাপ্তির ৭ কর্ম দিবস।

নামের ছাড়পত্র,নিবন্ধন,

কার্যকরী কমিটি অনুমোদন।

সমাজসেবা অফিসার ও জেলা সামাজসেবা কার্যালয়।

০৫।

বে-সরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদানঃ-

> ১৮ বৎসর বয়স পর্যন্ত শিশুদের প্রতিপালন স্নেহ-ভালবাসা ও আদর যত্নে

   লালন পালন।  আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক  প্রশিক্ষণ প্রদান পূর্ণবাসন ও  

   স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা।

> বে-সরকারী এতিম খানার ৬  

   থেকে ৯ বছর বয়সী এতিম, 

   পিতৃহীন/পিতৃ-মাতৃহীন দরিদ্র 

   শিশু শতকরা ৫০%

 

> বে-সরকারী এতিম খানা কর্তৃক   ক্যাপিটেশন আবেদনের ৭ মাস পর।

উপজেলা সমাজসেবা কার্যালয়।

০৬।

আর্থ-সামাজিক পলস্নী সমাজসেবা কার্যক্রমঃ-

>  উন্নয়ন সেবা - (সূদ মুক্ত ঋণ)।

> পলস্নী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে  উন্নয়নে 

    মূলস্রোত ধারায় আনয়ন ;

> সচেতনতা বৃদ্ধি,উদ্ভুদ্ধ করণ,এবং দক্ষতা উন্নয়নের লক্ষে

    প্রশিক্ষণ প্রদান।

> লক্ষভূক্ত ব্যাক্তিদের  নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

    নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি ;

>  আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে 

    সমাজসেবা অধিদফতরের তালিকা ভূক্ত ও   

    পল্লী সমাজসেবা কার্যক্রম কর্মদলের 

    সদস্য/সদস্যা ;

>  সূদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘ক’’ ও 

    ‘‘খ’’ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যাক্তি অর্থাৎ যার মাথাপিছু

    বার্ষিক পারিবারিক আয় সর্বাচ্চ ২৫ হাজার টাকা পযর্ন্ত;

>  সূদমুক্ত ঋণ ব্যাতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘গ’’ 

    শ্রেণীভূক্ত ব্যাক্তি অর্তাৎ যার মাথাপিছু  বার্ষিক পারিবারিক  

    আয় ২৫ হাজার টাকার উর্ধ্বে।

   নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি    

  অনুসরন করে আবেদনের পর ;

> ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের  

   জন্য আবেদনের পর ১ম মাসের

   মধ্যে;

> ২য় ও ৩য় পর্যায়ের

   (পূর্নঃ বিনিয়োগ) গ্রহনের জন্য

   আবেদনের পর ২০দিনের মধ্যে;

উপজেলা সমাজসেবা কার্যালয়।

০৭।

এসিডদগ্ধ ও শারিরীক প্রতিবন্ধীদের পূর্ণবাসন কার্যক্রমঃ-

>    ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পযর্ন্ত ক্ষুদ্র ঋণ।

 

> এসিডদগ্ধ ও শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তি যাদের বার্ষিক আয় ২০ হাজার টাকার নিচে।

>  ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের   জন্য আবেদনের  পর ১ম মাসের  মধ্যে;

> ২য় ও ৩য় পর্যায়ের (পূর্নঃ   

   বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের

    পর ২০দিনের মধ্যে;

উপজেলা সমাজসেবা কার্যালয়।

০৮।

সামাজিক নিরাপত্তা সেবাঃ-

> সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধরিত হারে

   বয়স্কভাতা প্রদান।

> ২০১১-২০১২ অর্থ বছরে  নির্বাচিত বয়স্ক ব্যাক্তিদের  জনপ্রতি 

   মাসিক ৩০০/- টাকা।        

  

> উপজেলার  ৬৫ বছরের উর্ধ্বে মহিলা/পুরুষ যাদের বার্ষিক গড় আয় ৩ হাজার টাকা।

>  শারিরীক ভাবে অক্ষম প্রবীন মহিলা / পুরুষদের     অগ্রাধিকার  দেওয়া হবে।

>  তালাক প্রাপ্ত,স্বামী পরিত্যাক্ত,বিপত্নীক,নিসন্তান ও পরিবার

    থেকে বিচ্ছিন্ন পুরুষ/মহিলাদের অগ্রাধিকার।

>  ভূমিহীন বয়স্ক ব্যাক্তি।

>নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দকৃত

  প্রাপ্য প্রতিমাসে প্রদান;

  কেহ চাইলে এককালীন উত্তোলন    

  করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয়।

০৯।

প্রবিন্ধীসনদপত্র প্রদানঃ-

                                  -

>  প্রতিবন্ধী ব্যাক্তি ।

>তথ্যসহ আবেদন একদিনের

   মধ্যে;

জেলা সমাজসেবা কার্যালয় 

১০।

সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে অনুদান প্রদানের

সহায়তাঃ-

> শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্প পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা

   অনুদান।

>  রোগীকল্যাণ সমিতি সমূহের জন্য ৫০ হাজার থেকে ২লক্ষ

    টাকা পযর্ন্ত অনুদান।

> নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন।

>সমাজকল্যাণ পরিষদের প্রতিবছর

   দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী  

   আবেদন করতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়